অ্যাসেনটিভ এডুকেয়ারের নুতন কোর্স শিখতে শিখতে আয়ের সুযোগ
অ্যাসেনটিভ এডুকেয়ারের নুতন কোর্স শিখতে শিখতে আয়ের সুযোগ
কলকাতা, প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অ্যাসেনটিভ এডুকেয়ার লিঃ তরফে অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, উদ্যোগী তরুণ-তরুণীদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে এই কোর্স। শিখতে শিখতে আয় করুন। অল্প আয়ের পরিবারের উদ্যোগী তরুণ-তরুণীদের জন্য এমন সুবিধাযুক্ত নতুন কোর্স আনল অ্যাসেনটিভ এডুকেয়ার লিঃ। শিল্প মহলের আজকের দিনের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিতে, রবীন্দ্রনাথ টগর ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে এল এই অ্যাডিভান্সড কোর্স। পাঠ্যক্রমটির বৈশিষ্ট হল তিন মাসের প্রশিক্ষণ শেষে শুরু হয়ে যাবে অন জব ট্রেনিং বা অজিটি।
ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিল্প- বাণিজ্য ক্ষেত্রে যুক্ত করে প্রশিক্ষণ চলবে। একাধারে শেখার পালা চলবে, পাশাপাশি আয়ও করতে পারবেন তাঁরা। ওজেটি শেষ হলে প্লেসমেন্ট পাবেন ছাত্রছাত্রীরা প্রশিক্ষণের খরচের জন্য ব্যাংক বা আর্থিক প্ৰতিষ্ঠানের শিক্ষাঋণের ব্যবস্থাও আছে। এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন, সন্তোষ বাউড়ি, পিএনবির জি,এম দেবদত্ত ভান্ডারী, সমর বিশ্বাস, মৃনাল দেবনাথ, সুজিত চ্যাটার্জি, অসীম জৈন ও শ্রী মতি সাহনী চ্যাটার্জী।