আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’।
আজ (বুধবার) আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে ধামরার উত্তরে এবং বালাসোরের দক্ষিণে স্থলভাগে প্রবেশ করছে । সেইসময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১৫৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। তার প্রভাবে ইতিমধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি-ঝড় হলেও তা আমফানের মতো বিধ্বংসী হবে না। কিন্তু ছবি বলছে দিঘাও ভালোভাবে এফেক্টেড হবে ল্যান্ডফল দিঘাকেও স্পর্শ করছে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলা অনেকটাই জলের কবলে পড়েছে। উপকূলবর্তী এলাকার গ্রামে ঢুকছে জল। সাগর, মন্দারমণির মতো জায়গায় নদীবাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে। ব্যাপক ৭০ কিলোমিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫১ টি বাঁধ ভেঙেছে। নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা-সহ ১৫ টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা থেকে মানুষ সরানো হচ্ছে। ২০,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোসাবার গ্রামগুলি প্লাবিত হয়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) জানান তিন ঘণ্টা স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া চলবে। বালাসোরের দক্ষিণ উপকূলে ছুঁয়েছে।