অধীর চৌধুরীর প্রশংসা দিলীপ ঘোষের মুখে
যতই ইন্ডিয়া জোটে সর্বভারতীয় স্তরে তৃণমূলের সঙ্গে থাকুক না কেন, বাংলায় যে তৃণমূলকে তারা সহ্য করবে না, তা প্রথম দিন থেকেই বুঝিয়ে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তবে তৃণমূলের সম্পর্কে তার এই কঠোর মনোভাব হয়ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মেনে নিতে পারছে না।
সেই কারণেই সম্প্রতি মল্লিকার্জুন খারগে অধীর চৌধুরীর বিরুদ্ধে মন্তব্য করেছেন। আর এই পরিস্থিতিতে সেই অধীর চৌধুরীর প্রশংসা করে জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে মন্তব্য করার পরেই আজ বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “অধীর চৌধুরী একমাত্র বাংলায় কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন। হয়ত তাকে বাইরে রেখে তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।” একাংশ বলছেন, যে যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বিরোধী হিসেবে বাংলায় যে কয়েকজন নেতা আছেন, তার মধ্যে অন্যতম অধীর চৌধুরী।
তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সেটা পছন্দ হচ্ছে না। তারা চায়, ক্ষমতা। আর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরী লড়াই করতে চাইলেও, তাকে কংগ্রেস নেতৃত্ব মেনে নিতে পারছে না। আর সেই কারণেই অধীরবাবুর বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেছেন। আর তাকেই হাতিয়ার করে অধীর চৌধুরীর প্রশংসা করে ভোটের মরশুমে মুর্শিদাবাদের শাহেনশা বলে পরিচিত অধীরবাবুকে নিয়ে কি রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ? দিনের শেষে এমনটাই প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।