আফগানিস্তানে ১৫০ ভারতীয়দের অপহরণ? ১৩৩ কোটি মানুষের ঘুম উড়িয়ে দিয়েছিল এই ঘোষণা।
শনিবার বারবেলায় কার্যত ঘুম উঠল ভারতীয়দের। আজ হঠাৎই বেশ কয়েকটি বহুল প্রচারিত আঞ্চলিক ও সর্বভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে নাকি দেড়শ জনকে অপহরণ করেছে তালিবান অপহৃতদের মধ্যে বহু ভারতীয়র রয়েছেন। রক্তচাপ বাড়তে থাকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের আত্মীয় পরিজনের। কিন্তু অবশেষে এই গুজব উড়িয়ে স্বস্তি দিল ভারত সরকার। ভারত সরকার সূত্রে পক্ষ থেকে নিউজ এইট্টিন-কে জানানো হয়েছে এই ‘খবর’ সম্পূর্ণ ভিত্তিহীন। তালিবান মুখপাত্র আহমদউল্লাহ ওয়াসেকও এই ধরনের প্রচার উড়িয়ে দিয়েছে। আজই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান কাবুল পৌঁছেছে। সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার কাজ শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ভূখণ্ডে অতন্দ্র প্রহর কাটাচ্ছেন সে দেশে আটকে থাকা নাগরিকদের প্রিয়জনেরা। তারই মাঝে এই ধরনের গুজব আজ প্রচারিত হয়। বলাই বাহুল্য নিউজ18 ডিজিটাল এই খবর প্রচার করেনি। অন্য দিকে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি দাবি করতে থাকে হামিদ বিমানবন্দরে ঢোকার সময় তাদের পথ আটকায় তালিবান। তারপরেই নাকি অপহরণের ঘটনা ঘটে। কোথাও কোথাও লেখা হয় অপহৃতদের মধ্যে আফগানিস্তানের দুইজন সাংসদও ছিলেন । এই সমস্ত তথ্যই সরকারি সূত্রে উড়িয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে আজই আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকরা দেশে নিরাপদে ফিরে আসতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র গত ১ মে থেকে সেনা সরাতে শুরু করেছে আফগানিস্তান থেকে। আর তারপর থেকে ক্রমেই তালিবান আগ্রাসন শুরু হয়েছে সে দেশে। ৩১ মে আফগানিস্তানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের। তার পরেই তালিবান সরকার করতে পারে বলে খবর। কিন্তু তার আগে আফগানিস্তানের ভূখণ্ডে তালিবান আধিপত্য কায়েম হয়েছে। ফলে আফগানিস্তানে ভারত সহ অন্যান্য যেসব ভূখণ্ডের নাগরিকরা এখনও আটকে রয়েছেন, তাদের পরিবার পরিজন প্রবল উৎকণ্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন।