আগামী ৪৮ ঘণ্টা পর ফের আবহাওয়ার পরিবর্তন হবে।
কালো মেঘ সরে রোদের দেখা মিলল বাংলায়। তবে আগামী ৪৮ ঘণ্টা পর ফের আবহাওয়ার পরিবর্তন হবে। দুর্যোগ ঘনাবে বাংলার আকাশে। তুমুল বৃষ্টিতে আবারও নাজেহাল হতে পারে বঙ্গবাসী। কবে থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া? জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমলেও, শুক্রবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলা এবং ওড়িশায়। শুক্র ও শনিবার ওড়িশায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।