+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আগামী তিন দিন শীতের আমেজ পাবেন রাজ্যবাসী।

নিজস্ব সংবাদদাতা - February 14, 2022 1:06 pm - রাজ্য

আগামী তিন দিন শীতের আমেজ পাবেন রাজ্যবাসী।

জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও, হালকা শীতের আমেজ বজায় রয়েছে গোটা রাজ্যে। আগামী কয়েকদিন এই আবহাওয়াই বজায় থাকবে বাংলায়। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের তাপমাত্রা থাকবে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯২ শতাংশ। আগামী তিন দিন শীতের আমেজ পাবেন রাজ্যবাসী। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে পর্যন্ত শীতের আমেজ থাকবে। এবং এটাই শীতের শেষ ইনিংস। এরপরই বসন্তকালের আমেজ উপভোগ করবেন সকলে।
সোমবার থেকেই দিনের তাপমাত্রা খানিকটা বাড়বে। বুধবারের মধ্যে তা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকেই তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির পর পারদ পতনের আর কোনও সম্ভাবনা নেই।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube