+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অগ্নিকাণ্ড খড়গপুর আইআইটিতে

নিজস্ব সংবাদদাতা - March 25, 2021 11:11 pm - রাজ্য

অগ্নিকাণ্ড খড়গপুর আইআইটিতে

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল খড়গপুর আইআইটিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসের ভিতরে অবস্থিত হেলিপ্যাডে আগুন লেগে সেখান থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে। প্রায় ১ কিলোমিটার জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। তা নজরে আসা মাত্রই কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছে অনেকটাই। ক্ষয়ক্ষতিও হয়েছে। দমকলের ২টি ইঞ্জিন আইআইটি ক্যাম্পাসে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

আইআইটি, খড়গপুর সূত্রে খবর, এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানটির মধ্যে একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে। তা মূল ক্যাম্পাস এবং হস্টেল থেকে নিরাপদ দূরত্বেই অবস্থিত। সন্ধেবেলা সেই হেলিপ্যাডেই আচমকা আগুন লাগে। দমকল কর্মীদের অনুমান, হেলিপ্যাডের ঘাসে কোনওভাবে আগুন ফুলকি পড়ে তবেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে এই আগুনের জেরে হস্টেল বা মূল ক্যাম্পাসের তেমন কোনও ক্ষতি হবে না বলেই মনে করা হচ্ছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube