+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অন্য সব পেশার কর্মীদের মতোই আইনের সুরক্ষা পাবেন যৌনকর্মীরাও

নিজস্ব সংবাদদাতা - May 26, 2022 8:11 pm - দেশ

অন্য সব পেশার কর্মীদের মতোই আইনের সুরক্ষা পাবেন যৌনকর্মীরাও

চিত্র সৌজন্যে: TimesLIVE

পুলিশের প্রতি আদালতের নির্দেশ, কোনও যৌনকর্মীর কাজে নাক গলানো যাবে না, তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা যাবে না। কারণ যৌনপেশা আইনসম্মত। অন্য সব পেশার সমান মর্যাদা রয়েছে যৌনপেশার। আর তাই অন্য সব পেশার কর্মীদের মতোই আইনের সুরক্ষা পাবেন যৌনকর্মীরাও।
যৌনকর্মীদের অধিকার সুরক্ষিত রাখতে ছটি নির্দেশিকা জারি করেছে বিচারপতি এল নাগেশ্বরা রায়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। বেঞ্চের নির্দেশ, যৌনকর্মীরাও আইনের চোখে সমান সুরক্ষার অধিকারী। যখন এটা পরিষ্কার যে, যৌনকর্মী একজন প্রাপ্তবয়স্ক এবং সম্মতিসাপেক্ষেই যৌনতা বিক্রি করছেন, তখন পুলিশকে অকারণ নাক গলানো থেকে বিরত থাকতে হবে। কোনও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যাবে না। এই দেশের প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করেছে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ।

সুপ্রিম কোর্ট আরও বলেছে, যৌনপল্লিতে পুলিশি অভিযান চালাতে গিয়ে যৌনকর্মীদের হেনস্থা, গ্রেপ্তার কিংবা সাজা দেওয়া ঠিক নয়। কারণ যৌনপল্লি চালানো বেআইনি যৌনকর্ম বেআইনি নয়। একইভাবে, মা যৌনকর্মী বলেই তাঁর কাছ থেকে তাঁর সন্তানকে কেড়ে নেওয়া যায় না। কোনও যৌনকর্মী যদি তাঁর বিরুদ্ধে হওয়া অপরাধের অভিযোগ জানান, তা সম পরিমাণ গুরুত্বের সঙ্গে দেখতে হবে পুলিশকে, নির্দেশ শীর্ষ আদালতের। প্রসঙ্গত, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কী মত তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube