এআইটিএ সুপার সিরিজ টেনিস টুর্নামেন্ট শুরু হবে
কলকাতা, সম্প্রতি সেন্ট্রাল এক্সাইজ টেন্টে এক সাংবাদিক সম্মেলনে বেঙ্গল টেনিস এসোসিয়েশন ও খেল ফাউন্ডেশন যৌথভাবে এআইটিএ সুপার সিরিজ টেনিস টুর্নামেন্ট শুরু হবে বিটিএ ময়দানে, সল্টলেক স্টেডিয়ামে। দুই সংস্থার কর্ণধার সুদর্শন ঘোষ ও রবিউদ্দিন আহমেদ বলেন, এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে, ১৬ বছরের মধ্যে বয়সি ছেলে-মেয়েরা। শুরু হবে ২৮সে মার্চ, ফাইনাল খেলা হবে, ১লা এপ্রিল, শুক্রবার ২০২২, অংশ গ্রহন করবে ১০০ জন ছেলে-মেয়ে। এখান থেকে টেলেন্ট ছেলে-মেয়েদের বাছাই করে, বিভিন্ন উন্নত মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে খেলোয়াড়রা। এটাও বলেন খেল ফাউন্ডেশন একটা স্বনির্ভর চ্যারিটেবল সংস্থা। ইচ্ছা থাকলে এখানে যুক্ত হতে পারেন সকলের জন্য দরজা খোলা আছে।
“খেলা ফাউন্ডেশনের” প্রধান উদ্দেশ্য যে হকি, ফুটবল, কাবাডি , টেনিস সহ অন্যান্য এমন যে খেলা ময়দান বা গ্রামে গঞ্জের ছেলে-মেয়েরা খেলে তাদের খুঁজে বের করে, প্রশিক্ষণ দিয়ে দেশের ক্রীড়া বিভাগে উন্নয়ন করা। এমন অনেক নানান তথ্য উঠে এলো ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে।