আজ বৃষ্টি হতে চলেছে বাংলায়
পূর্বাভাস মতোই আজ বৃষ্টি হতে চলেছে বাংলায়। উত্তর এবং দক্ষিণ,দুই বঙ্গই আজ ভিজতে পারে বৃষ্টিতে। দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং কলকাতাতেও বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কমবেশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি শীতের বিদায় ঘটিয়ে চড়বে তাপমাত্রার পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। রবিবার সকাল থেকেই জেলাগুলির আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। রবিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সোমবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে। আকাশ পরিষ্কার হবে। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে ফের। পরিষ্কার হবে আকাশও। বৃষ্টি হলেও নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি জেলায় আজ অকাল বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় আগামীকাল ও হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার কোথাও আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি।