+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হবে। অসমে আজ শেষ পর্বের ভোটগ্রহণ হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা - April 6, 2021 9:10 am - রাজ্য

আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হবে। অসমে আজ শেষ পর্বের ভোটগ্রহণ হচ্ছে।

আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হবে। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি।

হাওড়ার ৭টি আসন হল – উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুর।

হুগলির ৮টি আসন। সেগুলি হল – জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সেগুলি হল – বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।

অসমে আজ শেষ পর্বের ভোটগ্রহণ হচ্ছে। বিধানসভার ৪০ টি আসনে মোট ৩৩৭ জন প্রার্থী ভাগ্য নির্ধারিত হবে আজ । ১২ টি জেলায় এই আসনগুলি রয়েছে। এই পর্বে উত্তর-পূর্বের বিজেপির চাণক্য নামে পরিচিত হেমন্ত বিশ্ব সরমার ভাগ্য নির্ধারণ করা হবে। তিনি জালুকবাড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুয়াহাটি বিধানসভা আসনে সর্বাধিক ১৫ প্রার্থী রয়েছেন।

এ ছাড়া কেরালার ১৪০ টি আসন, তামিলনাড়ুর ২৩৪ টি আসন এবং পুডুচেরিতে ৩০ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই সমস্ত রাজ্যেও কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর মোতায়েন করা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে করতে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube