+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজই প্রকাশ করা হবে সিবিএসই-র দশম শ্রেণির ফল। আজ বেলা ১২টায় ফল প্রকাশ করা হবে জানায়িছে বোর্ড।

নিজস্ব সংবাদদাতা - August 3, 2021 11:49 am - রাজ্য

আজই প্রকাশ করা হবে সিবিএসই-র দশম শ্রেণির ফল। আজ বেলা ১২টায় ফল প্রকাশ করা হবে জানায়িছে বোর্ড।

আজই প্রকাশ করা হবে সিবিএসই-র দশম শ্রেণির ফল। আজ বেলা ১২টায় ফল প্রকাশ করা হবে জানায়িছে বোর্ড। এর আগেই জানানো হয়েছিল যে চলতি সপ্তাহেই ফল প্রকাশ করা হবে। অনেক পড়ুয়া ভেবেছিলেন সোমবারই প্রকাশ করা হতে পারে ফল। তবে বোর্ড আধিকারিক গতকাল জানিয়েছিলেন যে চলতি সপ্তাহে ফল প্রকাশ হলেও সোমবার ফল প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশ হলে তা cbseresults.nic.in – ওয়েবসাইটে দেখা যাবে। ওয়েবসাইট ছাড়াও ডিজিলকাপ অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে পড়ুয়ারা ফল জানতে পারবে।

গত ৩০ জুলাই প্রকাশ করা হয়েছিল বোর্ডের দ্বাদশের ফল। এরপর দশমের পড়ুয়ারাও নিজেদের ফলের জন্যে উদ্গ্রীব হয়ে ওঠে। সেই প্রসঙ্গে সিবিএসই-র পরীক্ষার কন্ট্রোলার সণ্যম ভারদ্বাজ বলেন যে ৩০ জুলাই থেকেই দশমের ফল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই সপ্তাহেই সেই ফল প্রকাশ করা হবে। প্রায় ১৮ লক্ষ পড়ুয়া ফর্ম ভরে এবছরের বোর্ড পরীক্ষার জন্যে।

এর আগে করোনা আবহে এপ্রিল মাসেই বাতিল করে দেওয়া হয় সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। কোভিডের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে মে মাস থেকে শুরু হওয়ার কথা ছিল দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার। তবে তা বাতিলের দাবি উঠেছিল বিভিন্ন মহলে। গত ফেব্রুয়ারি মাসে সিবিএসই ঘোষণা করেছিল যে, এবছর ৪ মে থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। সব পরীক্ষা অফলাইন-লিখিত আকারে হবে বলে জানানো হয়েছিল। তবে করোনা পরিস্থিতি গুরুতর হয়ে পড়ায় শেষে বাতিলই করে দিতে হয় পরীক্ষা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube