+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আকাশের মুখ এখনও ভার।

নিজস্ব সংবাদদাতা - August 25, 2023 12:30 pm - রাজ্য

আকাশের মুখ এখনও ভার।

শুক্রবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে ঝিরিঝিরি তো কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও আকাশের মুখ এখনও ভার। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় জলও জমেছে শহরের বেশ কিছু এলাকায়। শুক্রবার সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরে থাকছে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির সম্ভাবনা বেশী। এছাড়া কোচবিহার ও দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শনিবার থাকছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে উত্তরবঙ্গে কিছুটা কমবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube