নতুন করে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
নতুন করে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এদিকে মৃত্যুর মিছিল জারি। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন প্রায় ১০০ জনের কাছাকাছি। আক্রান্ত হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ।
আগের দিন রাজ্যে করোনায় মারা গিয়েছিলেন ৯৮ জন। এখন পর্যন্ত রাজ্যে এক দিনে সর্বোচ্চ। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর বুলেটিন প্রকাশ করে জানাল, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ৯৬ জন। তার মধ্যে সবথেকে বেশি মানুষ মারা গিয়েছেন কলকাতায়। শেষ ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ২৮ জন।
বাকি রাজ্যের অবস্থাও কিন্তু ভালো নয়। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। হুগলিতে ১৪, দার্জিলিংয়ে এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন মারা গিয়েছেন করোনায়। পাশাপাশি মুর্শিদাবাদে ৪, হাওড়া এবং মালদহে ৩ জন করে করোনা রোগী মারা গিয়েছেন। বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ২ জন করে মারা গিয়েছেন। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে ১ জন করে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত এ রাজ্যে ১১ হাজার ৩৪৪ জন কোভিডে মারা গিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১১ জন। এখন পর্যন্ত এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৬২৪।