+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভারতের নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবার ভোট দিলেন অভিনেতা অক্ষয় কুমার।

নিজস্ব সংবাদদাতা - May 20, 2024 12:17 pm - দেশ

ভারতের নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবার ভোট দিলেন অভিনেতা অক্ষয় কুমার।

ভারতের নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবার ভোট দিলেন অভিনেতা অক্ষয় কুমার। পঞ্চম দফায় মুম্বইয়ের ১৩টি আসনে আজ ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। সকাল সকাল জুহুর একটি বুথে গিয়ে ভোট দিলেন অক্ষয়। ভোটদানের পর সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, ‘আমি চাই আমার দেশ আরও শক্তিশালী হোক। সেই বিষয়টি মাথায় রেখেই ভোট দিয়েছি।’
২০২৩ সালে স্বাধীনতা ভারতের নাগরিক হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। ২০১৯ সালে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ভারতীয় ছবিতে অভিনয় করলেও, ১৯৯০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তিনি। এতদিন কানাডার নাগরিক ছিলেন বলে ভোট দিতেন না অভিনেতা।
আজ সাতসকালে মুম্বইয়ে ভোটদান করেছেন ফারহান আখতার, জোয়া আখতার, জাহ্নবী কাপুর, রাজকুমার রাও সহ একাধিক বলিউড তারকা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube