+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আলাদা সমবায় মন্ত্রক গড়ুক কেন্দ্র, দাবি শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা - November 19, 2020 8:59 am - রাজ্য

আলাদা সমবায় মন্ত্রক গড়ুক কেন্দ্র, দাবি শুভেন্দুর

রাজ্যের মতো কেন্দ্রেও চাই পৃথক সমবায় মন্ত্রক। নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে এমন দাবিই করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির সভায় পরিবহণমন্ত্রী বলেন,”সমবায়কে বলিষ্ঠ করতে হবে। এই জেলা থেকে রাজ্যকে পথ দেখিয়েছে সমবায় আন্দোলন। অবিভক্ত মেদিনীপুর জেলায় দেশের মধ্যে সক্রিয় হয় সমবায়। ১৯৯৬ সালে যুবক বয়সে প্রতিনিধি নির্বাচিত হয়ে প্রথম সমবায়ে হাতে খড়ি দিয়েছিলাম।”

এ দিনের সভায় রাজনৈতিক বক্তব্য রাখেননি শুভেন্দু অধিকারী। বলেন,”দেশে সমবায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। আরও বেশি ফারমার্স ক্লাব খুলতে হবে। কিসান কার্ড দিতে হবে কৃষকদের। রাজ্যের মতোই কেন্দ্রও সমবায় মন্ত্রক গড়ুক।”

এ দিন আবার শুভেন্দু বিরোধী হিসেবে পরিচিত অখিল গিরিকে নিশানা করেছেন বিশিষ্ট সমবায়ী ও জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পণ্ডা। তাঁর কথায়, রামনগর কোনওকালে ওঁর গড় ছিল না। উনি গড় ভাবলে তার সঙ্গে আর একটি গড় যোগ করে দিতে হবে। তাহলে একদম গড়গড়িয়ে দিঘার সমুদ্রে চলে যাবেন। আর অখিল বাবুর গড় বলতে যেটা বোঝায়, কাঁথির ক্যালট্যাক্স মোড়ের অতিজীর্ণ বাড়িটা এখন অট্টালিকায় পরিণত হয়েছে। আর বাড়ির সামনে খান চারেক নামিদামি গাড়ী দাঁড়িয়ে থাকে। কলকাতায় কয়েকটি ফ্ল্যাটও আছে। এটাই ওঁর গড়। এনিয়ে অখিল গিরির প্রতিক্রিয়া প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত পাওয়া যায়নি। রামনগরে সমবায় সভায় হাজির থাকবেন শুভেন্দু অধিকারী।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube