হনুমান মন্দিরের পাশে আমিষ খাবার পৌঁছে দিতে অস্বীকার
হনুমান মন্দিরের পাশে আমিষ খাবার পৌঁছে দিতে অস্বীকার করেন সুইগির এক ডেলিভারি বয়। এর জেরেই চাকরি খোয়ালেন তিনি। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। কাশ্মীর গেটে অবস্থিত বিখ্যাত মারঘাট বাবা হনুমান মন্দির চত্বরে এক বাসিন্দা মটন কোর্মা ও নান অর্ডার করেছিলেন। কিন্তু সেই চত্বরেই মন্দিরের যাবতীয় মিষ্টি ও ফুল বিক্রি করা হয়। এর মাঝে আমিষ খাবার ওই বাসিন্দার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া অসম্ভব বলে জানান শচীন পাঞ্চাল নামে ওই ডেলিভারি বয়। দু’জনের বাকবিতণ্ডা প্রকাশ্যে আসতেই চাকরি গেল তাঁর।
দু’জনের কথোপকথন থেকে জানা গেছে, সংস্থার নিয়ম অনুসারে খাবার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া ডেলিভারি বয়ের কর্তব্য। কিন্তু শচীন বারবার বলেন, কাস্টমার যেন বাড়ির বাইরে বেরিয়ে খাবারটি সংগ্রহ করেন। কারণ তিনি মন্দির চত্বরে আমিষ খাবার নিয়ে প্রবেশ করবেন না। কিন্তু কাস্টমার তাতে একেবারেই রাজি হননি। ঘটনাটি ঘিরে কাস্টমার কেয়ারে অভিযোগ জানাতেই শচীনকে বরখাস্ত করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই শচীনের ভূয়সী প্রশংসা করেন মন্দিরের সচিব। তাঁকে পুরস্কৃত করা হয়। হিন্দু ধর্মের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন দেখে মুগ্ধ হন পুরোহিতরা। সে কারণেই ওই মন্দিরের কাজে নিযুক্ত করা হয় শচীনকে।