অমিত শাহের বাংলা সফর ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে
২০২১-এ বিজেপির নজর বাংলা৷ আর সেই লক্ষ্যেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তাঁরা৷ প্রাথমিকভাবে খবর, এবার থেকে প্রতি মাসে পালা করে রাজ্য সফর করবেন বিজেপির প্রধান দুই মুখ৷ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ একদিন আগেই দুই দিনের সফর সেরে দিল্লি ফিরেছেন নাড্ডা৷ এরই মধ্যে ডায়মন্ড হারবার কাণ্ডের পরই মুকুল রায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে জোর জল্পনা তৈরি করে দিয়েছে।
১
লাগু হবে ৩৫৬ ধারা?
এরই মধ্যে রাজ্যে ৩৫৬ ধারা লাগু নিয়ে জল্পনা তৈরি হয়েছে জোর জল্পনা। তার মাঝেই রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সেই তলবে সারা দেবেন না রাজ্যের দুই উচ্চপদস্থ কর্তা। এই পরিস্থিতিতে অমিত শাহর এই সফর আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে রাজনৈতিক মহলের মত। এদিকে শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগ দেবেন? অমিত শাহর সফরের সঙ্গে কি শুভেন্দুর কোনও যোগ রয়েছে? অবশ্য এর আগে নাড্ডার শফরের সময়ও জল্পনা উঠে ছিল একবার।
২
বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হবে
বিজেপি সূত্রের খবর, এবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ৷ আগামী ১৯ ডিসেম্বর দুই দিনের সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ মূলত কলকাতাতেই থাকবেন৷ তবে জেলা সফরেরও সম্ভাবনা আছে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পাশাপাশি কয়েকটি দলীয় কর্মসূচিতেও যোগ দেবেন শাহ৷ দক্ষিণের পাশাপাশি উত্তরেও সফর করতে পারেন।
৩
২১-এর নির্বাচন বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ
২১-এর নির্বাচন বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ৷ গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের রকেট উত্থানের পরই বাংলার মাটিকে আরও আঁকড়ে ধরতে চেয়েছেন মোদী-শাহ-রা৷ ত্রিপুরায় যেভাবে বাম রাজত্বের আবসান ঘটিয়ে মোদী-শাহদের পথচলা শুরু হয়েছে, বাংলাতেও তার প্রতিফলন চান তাঁরা৷ আর সেজন্য়ই দলের কেন্দ্রীয় নেতাদের পুরোদমে কাজে লাগাচ্ছেন মোদী-শাহ-নাড্ডারা৷
জেপি নাড্ডার বাংলা সফর ঘিরে রাজনৈতিক তরজা চরমে
ইতিমধ্যেই জেপি নাড্ডার বাংলা সফর ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে৷ যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে তাতে ক্ষোভপ্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিষয়টিকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবে দেখিয়ে নবান্নের উপর চাপ সৃষ্টি করার রাজনৈতিক কৌশল নিয়েছেন তাঁরা৷ বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছে শাসক দল৷
রাজনৈতিক চাপ সৃষ্টির খেলা
বিজেপি সূত্রের খবর, নাড্ডা আসার পর রাজ্যে যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে শাসক দলের উপর সেই চাপকে আরও বাড়িয়ে নিয়ে যেতে চান তারা৷ আর তাই কোনও রাজ্যস্তরের নেতা নয়, দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের এই সফর৷ স্বাভাবিক ভাবেই শাহ রাজ্যে এলে একদিকে যেমন তৃণমূলের উপর চাপ বাড়বে অন্যদিকে রাজ্যের বিজেপি নেতাদের মনবল আরও চাঙ্গা হবে৷ যা তাঁদের আগামী দিনে পথ চলাকে আরও সহজ করে বলেই মনে করা হচ্ছে৷