+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ছিটমহল বিনিময়ের পর এই প্রথম তিনবিঘায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা - May 6, 2022 11:25 am - রাজ্য

ছিটমহল বিনিময়ের পর এই প্রথম তিনবিঘায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

চিত্র সৌজন্যে: DNA India

আজ সফরের দ্বিতীয় দিনে লাল মনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর পরিদর্শন করবেন তিনি।। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন। এই উপলক্ষে করিডোর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ২০১৫ সালে ৩১ মার্চ ভারত–বাংলাদেশ ছিটমহল বিনিময়ের আগে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনবিঘায় এসেছিলেন। ছিটমহল বিনিময়ের পর এই প্রথম তিনবিঘায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ৬নং ব্যাটালিয়ন তিনবিঘা করিডোরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতার বাসিন্দাদের জন্য ১৯৯২ সালে ২৬ জুন ইজারার মাধ্যমে তিনবিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয়। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ ঘণ্টা পরপর করিডোর দিয়ে বাংলাদেশিদের যাতায়াতের সুযোগ দেওয়া হয়। এরপর করিডোর দিন-রাত খোলা রাখার জন্য দাবি ওঠে। তার পরেই ২০০১ সালে ২৭ এপ্রিল থেকে তা সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়। শেষে ২০১১ সালে ৬ সেপ্টেম্বর ঢাকায় চুক্তি স্বাক্ষর করেন মনমোহন সিং এবং শেখ হাসিনা। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশিদের যাতায়াতের জন্য তিনবিঘা করিডোর বর্তমানে ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে।
৫১ বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল ইসলাম বলেন, আজ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনবিঘা করিডোর পরিদর্শন করবেন। ৫১ বিজিবির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ মিলে বিজিবি ও বিএসএফ সীমান্ত এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube