অমৃত সিল্ক সদন ও অমৃত বস্ত্রালয় এর শারদ সম্ভার
পুজোর গন্ধ বলুন ,পুজোর আমেজ বলুন বা পুজোর চোখধাঁধানো রোশনাই – সবকিছু বোধহয় সবচেয়ে সুন্দরভাবে একসঙ্গে ধরা পরে ষষ্ঠী, সপ্তমী ,অষ্টমী ও নবমীর সাজে । গোটা শারদ উৎসবের মধ্যে এ দিনগুলি যেন একটু বেশিই স্পেশাল । সেরা সাজটাও তাই জমিয়ে রাখা এদিনগুলির জন্যই । কিভাবে সকলের মাঝে ব্যাতিক্রমী অথচ অভিজাত শাড়িটি খুঁজে পাবেন ? ভাবছেন সেই কবে থেকে , তাই না ? হাওড়ার মল্লিক ফটক এ অমৃত সিল্ক সদন ও অমৃত বস্ত্রালয় এর কর্ণধার সৌমেন পাল খোঁজ দিলেন এমন কিছু রংবাহারি চোখজোড়ানো হাতে বোনা বেনারসি থেকে কাঞ্জিভরম , ইক্কত থেকে সাউথ সিল্ক , বালুচরি থেকে জামদানি আর রইলো কিছু হাল ফ্যাশন এর ফ্যান্সি শাড়ী। তার সংগ্রহের সেই শাড়িগুলো দেখতে যেমন অসাধারণ , তেমন উৎসবের জন্য তো বটেই , সারাজীবন সংগ্রহে রাখার মতো । আপনাদের রইলো সাদর আমন্ত্রণ, আর রইলো কিছু শারদ সম্ভার কালেকশন , এনাদের অনলাইন বিক্রির সুব্যবস্থা আছে । হোয়াটসএপ এ যোগাযোগ করতে পারেন ৭৪৩৯৬৩৭৭৩৭ নম্বর এ । আর এনাদের সমস্ত কর্মচারীর কোভিড ভ্যাকসিন টিকা নেওয়া আছে । আর এনারা বলেন সরকারি সমস্ত কোভিড নিয়ম মেনে চলেন । গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে ।