আমতা থানার পুলিশ কর্মীদের দাবি খুন নয় – ধন্ধে সিট্ ।
মিলছে না। আনিসের বাবা সালাম খানের বক্তব্যের সঙ্গে আমতা থানার পুলিশ কর্মীদের বক্তব্য। ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের কাছে বয়ান দিয়েছেন সালাম খান। সেই বয়ানে তিনি তাঁর পুরনো বক্তব্যেই অনড় থেকেছেন। যেখানে ঘটনার রাতে বাড়িতে পুলিশ কর্মীদের ঢোকা এবং তারপর তাঁদের বিরুদ্ধে প্রথম দিন যা অভিযোগ করেছিলেন সেই বক্তব্যই পেশ করেন তিনি। আনিসের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুনই করা হয়েছে। অন্যদিকে আমতা থানার পুলিশ কর্মীদের দাবি খুন নয়, কার্নিশ বেয়ে পালাতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে আনিসের। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ধন্দ তৈরি হয়েছে সিটের। ঘটনা আরও বিশদে জানতে শুক্রবার ফের আনিসের বাড়িতে যান সিট সদস্যরা। সেখানে তাঁরা আনিসের পরিবারের অন্যান্যদের সঙ্গেও কথা বলেন। এই মামলায় আদালত নির্দেশ দিয়েছে শনাক্তকরণ প্যারেড বা টিআই প্যারেডের। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী-সহ ওই থানার অন্যান্য পুলিশ কর্মীদের। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন সিট সদস্যরা। খতিয়ে দেখা হয় তাঁদের আগের বক্তব্যের সঙ্গে এদিনের বক্তব্য।