+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

পার্থ চট্টোপাধ্যাযের অবর্তমানে অঞ্জনকে বেহালা পশ্চিমের দায়িত্ব দিলেন মমতা

নিজস্ব সংবাদদাতা - May 22, 2024 12:52 pm - কলকাতা

পার্থ চট্টোপাধ্যাযের অবর্তমানে অঞ্জনকে বেহালা পশ্চিমের দায়িত্ব দিলেন মমতা

বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তিনি এখন জেলে। তাই তাঁর বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্ব তৃণমূলের পুরানো নেতা অঞ্জন দাসকে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই বিষয়ে অঞ্জনকে দায়িত্ব বুঝে নিতে বলেছেন।

অঞ্জন হল বেহালার ভূমিপুত্র। বেহালা পশ্চিমের ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০০০ সালে তৃণমূল কলকাতা পুরসভা দখল করলে বোরো ১৪-র চেয়ারম্যান হয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর স্ত্রী সংহিতা দাস ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো ১৪-র চেয়ারপার্সন। নিজের ভোটে লড়াই করার পাশাপাশি বড় ভোটে দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই এমন একজন অভিজ্ঞ নেতাকেই লোকসভা নির্বাচনে ব্যবহার করতে চান মুখ্যমন্ত্রী।

কলকাতা পুরসভার ১১৮-১১৯, ১২৫-১৩২ নম্বর ওয়ার্ড নিয়ে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। ২০০১ সাল থেকে পার্থ যে পাঁচ বার বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী হয়েছেন, ততবার তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন অঞ্জন। এ ছাড়াও লোকসভা নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থীদের প্রতিনিধি হতেন তিনিই। ২০০৪ সালে যখন বেহালা পশ্চিম বিধানসভা যাদবপুর লোকসভার অন্তর্গত ছিল, সেই সময় তৃণমূল প্রার্থী কৃষ্ণা বসুর প্রতিনিধি ছিলেন অঞ্জন। আবার ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের পর যখন বেহালা পশ্চিম দক্ষিণ কলকাতা লোকসভার অংশ হল, তখনও তৃণমূল প্রার্থী মমতার প্রতিনিধি হিসেবে ভোটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজ্য সভাপতি সুব্রত বক্সী কিংবা মালা রায়ের দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও বেহালা পশ্চিমের প্রতিনিধি হিসেবে তাঁকেই দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube