অনুব্রত কে বিচারকের বাড়িতে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কোনও সময় নষ্ট না করতেই রাতেই শুনানির ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে। অনুব্রত মণ্ডল দিল্লি পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই ভার্চুয়ালি পেশ করে শুনানি শুরু করা হয়েছে রাউস অ্যাভিনিউ আদালতে। তবে মাঝপথে নাটকীয় মোড়। শুনানি বন্ধ করেই অনুব্রত মণ্ডলকে বিচারকের বাড়িতে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন ভার্চুয়াল শুনানিতে সশরীরে হাজিরার পক্ষে সওয়াল করেন অনুব্রতর আইনজীবী। সেই সওয়াল-জবাব চলাকালীন বিচারক রাকেশ সিং বলেন, রাতে আমার বাড়িতে অভিযুক্তকে নিয়ে আসবেন? চলে আসুন। উত্তরে ইডি-র আইনজীবী বলেন, আপনি বললে আজ রাতেই অভিযুক্তকে নিয়ে আপনার বাড়িতে চলে যেতে রাজি। এরপরই সিদ্ধান্ত হয় বিচারকের বাড়িতে নিয়ে যাওয়া হবে।