অনুব্রত মণ্ডলকে প্রকাশ্যে প্রণাম করে মহামানব বলে অভিহিত করলেন আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও
বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে মহামানব বলে তাঁর প্রশংসায় পঞ্চমুখ আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। পাল্টা তাঁর প্রশস্তি শোনা গেল অনুব্রতের মুখেও। প্রকাশ্যে একজন বিডিও এই রকম আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৈরি হয়েছে বিতর্কও। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ওই বিডিও।
বৃহস্পতিবার আউশগ্রামের গুসকরায় একটি সেফ হোমের উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই অনুষ্ঠানে ছিলেন আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা জানাতে গিয়ে অনুব্রতকে প্রণাম করেন ওই বিডিও। এই প্রসঙ্গে আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও বলেন, ‘এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উদ্যোগী মানুষ, তেমনি অনুব্রতও একজন মহামানব।’ পাল্টা বিডিও–এর প্রশংসা করে অনুব্রত বলেন, ‘ওর নাম আছে। উনি যখন এই প্রস্তাব নিয়ে আসেন, তখন আমি রাজি হয়ে যাই। এখন আর কোথাও যাচ্ছি। আজ এসেছি। এই সেফ হোমটা গুসকরার মানুষের জন্য খুব কাজে লাগবে।’ একইসঙ্গে তিনি জানান, ‘আপনারা একজন ভালো বিডিও পেয়েছেন, যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন।’
প্রকাশ্যে এভাবে একজন আমলা দলের জেলা সভাপতির প্রশংসা করায় বিডিও–এর আচরণে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে ২০১৪ সালে জঙ্গলমহল কাপের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্মোধন করে প্রশংসা কুরিয়েছিলেন সেইসময়কার জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ। পুলিশ সুপার ভারতী ঘোষ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের মা। পরে ভারতী ঘোষ বিজেপি যোগ দেন। নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেন।