+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

‘অপারেশন ঝাড়ু’ শুরু, আপকে শেষ করতে চাইছে মোদী – কেজরিওয়াল

নিজস্ব সংবাদদাতা - May 20, 2024 1:33 am - দেশ

‘অপারেশন ঝাড়ু’ শুরু, আপকে শেষ করতে চাইছে মোদী – কেজরিওয়াল

আবগারি মামলায় তাঁর গ্রেফতার হওয়া যে বিজেপির ষড়যন্ত্র, সে দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে ভোটের মধ্যে তিনি জামিন পেয়ে বিজেপির বিরুদ্ধে আরও বড় অভিযোগ এনেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপি চাইছে আম আদমি পার্টিকে পুরোপুরি শেষ করে দিতে।

এর জন্য নাকি তাঁরা ‘অপারেশন ঝাড়ু’ শুরু করেছে।

কেজরিওয়ালের বক্তব্য, তিনি যেদিন থেকে জামিন পেয়েছেন নরেন্দ্র মোদী সেদিন থেকে আরও বেশি করে আপ-কে নিয়ে কথা বলছেন। আসলে তিনি ভয় পাচ্ছেন কারণ গোটা দেশ আপ-এর কাজকে সমর্থন করছে। তাঁর কথায়, ”আম আদমি পার্টিকে ভয় পাচ্ছে বিজেপি। তাই যেভাবেই হোক তাকে ধ্বংস করার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী পণ করে ফেলেছেন যে তিনি আপ-কে শেষ করে ছাড়বেন।”

কীভাবে এই কাজ করবে বিজেপি, সেটাও ব্যাখ্যা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, একে একে আপ-এর একাধিক নেতাকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হবে। তারপর দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হবে যাতে পার্টি ফান্ডের টাকা কাজে লাগানো না যায়। এরপর দলীয় কার্যালয়গুলিকে দখল করে নেবে বিজেপি! এমনই অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের।

আম আদমি পার্টির নেতা, কর্মী এবং সদস্যরা যে এসবে ভয় পাচ্ছে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন দলের সুপ্রিমো নিজেই। তিনি বলেছেন, ”বিজেপি মনে করছে তাঁরা আমাদের সঙ্গে যা খুশি তাই করতে পারে। কিন্তু সেটা হবে না। দিল্লি, পাঞ্জাবে আমরা যা কাজ করছি তা ১৪০ কোটি মানুষ দেখছে। বিগত ৭৫ বছরে এমন কাজ হয়নি।” কিন্তু দলের গুরুত্বপূর্ণ কিছু নেতাদের গ্রেফতার করে বিজেপি এসব কাজ বন্ধ করার চেষ্টা করবে বলেই দাবি কেজরির। তাঁর আশঙ্কা, আতিশি, রাঘব চড্ডা এবং সৌরভ ভরদ্বাজকে গ্রেফতার করা হতে পারে খুব শীঘ্রই।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube