আরামবাগ সহ বিভিন্ন জায়গায় অশান্তি
সোমবার রাজ্যের তিন জেলার সাতটি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফায় ভোট। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটের আগেরদিন থেকেই উত্তপ্ত আরামবাগ। খানাকুলে গতকাল রাতে বিজেপির নেতা, কর্মীদের সঙ্গে বচসা হয় তৃণমূল কর্মীদের। তা থেকে হাতাহাতি বাঁধে। এ ঘটনায় রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগ সহ ৫ জন আহত হয়েছেন। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামে তৃণমূল কর্মী শ্যামল রায়ের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বিজেপির কর্মীরা। শ্যামলকে বাঁচাতে গিয়ে আহত হন আরও ২ তৃণমূল কর্মী। ৩ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার সকাল সকাল ভোটদান করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী পার্থ ভৌমিক এবং অর্জুন সিং। ভোট দেওয়ার পরেই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, আমভাঙার তিনটি বুথে দলীয় এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।
ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি।
ভোটের আগের রাতে হাওড়ার সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যা ঘিরেও উত্তেজনা এলাকায়।