বুধবার পর্যন্ত জেল হেফাজতে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়।
নারদকাণ্ডে ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনের নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার রাতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। ততদিন জেল হেফাজতেই থাকতে হবে চার হেভিওয়েটকে। এদিন নিম্ন আদালতে অভিযুক্তদের জামিন মঞ্জুর হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। অগ্রাধিকারের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে রাত ৮.১৫ মিনিট থেকে শুনানি শুরু হয় আদালতে। রাত ৯টা পর্যন্ত চলে শুনানি। রাত ১০.৩০ মিনিট নাগাদ নির্দেশে আদালতের তরফে জামিনে স্থগিতাদেশ দেয় আদালত। সঙ্গে এই মামলা সংক্রান্ত যে কোনও প্রক্রিয়ায় সমস্ত আদালতে স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানায়, ফের বুধবার হবে মামলার শুনানি। যার ফলে জামিন পেয়েও মুক্ত হচ্ছেন না চার হেভিওয়েট। জেলে যেতে হচ্ছে তাঁদের। বুধবারের শুনানিতে ঠিক হবে তাঁদের জামিন বহাল থাকবে কি না। চার জনকেই প্রেসিডেন্সি জেলে পাঠানো হবে। সেজন্য সেখানে একটি ওয়ার্ডে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে জেলে। একই সঙ্গে এদিন নিজাম প্যালেসের সামনে তৃণমূলের বিক্ষোভে সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয় এভাবে তদন্ত চালানো সম্ভব নয়। মামলাটি ভিনরাজ্যে নিয়ে যেতে চায় তারা। এব্যাপারে যদিও কোনও সিদ্ধান্ত জানায়নি আদালত। সোমবার সন্ধ্যায় জামিন পেলেও অভিযুক্তদের মুক্তি দেননি সিবিআইয়ের আধিকারিকরা। যার ফলে নতুন করে বিতর্ক শুরু হয়।