খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর তিউনিসিয়ার জাঘৌয়ানে (Zaghouan) অবস্থিত রোমান কৃত্রিম জলপ্রনালী (Aqueduct)।
চিত্র সৌজন্যে: সালিহা উনাল
খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর তিউনিসিয়ার জাঘৌয়ানে (Zaghouan) অবস্থিত রোমান কৃত্রিম জলপ্রনালী (Aqueduct)। এই জাঘৌয়ান কৃত্রিম জলপ্রনালী (Zaghouan Aqueduct) ১২২ সালে রোমান সম্রাট হাদ্রিয়ানের রাজত্বকালে জেবেল জাঘৌয়ান থেকে কার্থেজে জল আনার জন্য নির্মিত হয়েছিল। তিউনিসিয়ার রাজধানী তিউনিসের নিকটে অবস্থিত এই Zaghouan Aqueduct এর মাধ্যমে উত্তর আফ্রিকার শহর কার্থেজ শহরে জল সরবরাহ করা হতো। জাঘৌয়ান এর উৎস থেকে এটি মোট ১৩২ কিমি প্রবাহিত হয়ে রোমান সাম্রাজ্যের দীর্ঘতম Aqueduct এ পরিণত করেছে।