রাত পোহালেই হাওড়ার দুই কেন্দ্রে ভোট, অশান্তি রুখতে কী কী পদক্ষেপ
রাত পোহালেই সোমবার পঞ্চম দফায় হাওড়ায় ভোট। তার আগে রবিবার জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। হাওড়া সদর, উলুবেড়িয়ার পাশাপাশি শ্রীরামপুর লোকসভার অন্তর্গত দু’টি বিধানসভা ডোমজুড় এবং জগৎবল্লভপুরে একই সঙ্গে ভোটগ্রহণ হবে। রবিবার বিকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে চলে গেছেন ভোটকর্মীরা।
কড়া নিরাপত্তার মধ্যে ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম মেশিন, ভিভিপ্যাট, কালি-সহ ভোটগ্রহণের বিভিন্ন সামগ্রী নিয়ে তাঁরা ভোটকেন্দ্রে গেছেন। প্রশাসন সূত্রে খবর, গোটা জেলায় মোট ৪৩৯৫টি বুথ রয়েছে। এর মধ্যে শহর এলাকায় ১৪২৮টি এবং গ্রামীণ এলাকায় ২৯৬৭টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার জন্যে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮১টি কুইক রেসপন্স টিম এবং ৪৪৯২ জন পুলিশকর্মী নজরদারি চালাবেন। হাওড়া গ্রামীণ পুলিশ এলাকায় ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১০৫টি কুইক রেসপন্স টিম এবং ৪৮৯৪ জন পুলিশকর্মী পাহারা দেবেন। জেলা প্রশাসন থেকে জানা যায়, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।