অষ্টম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ। অভিযোগের তীর শিক্ষকের দিকে।
অষ্টম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ। অভিযোগের তীর শিক্ষকের দিকে। টানা ২০ দিন হাসপাতালে লড়াইয়েও হল না শেষ রক্ষা। মৃত্যু হয়েছে ওই কিশোরীর। ঘটনাস্থল ফের যোগীরাজ্য।
উত্তরপ্রদেশের সোনভদ্রার এক গ্রামের বাসিন্দা ওই পড়ুয়া। পরিবারের অভিযোগ, স্কুলেই যুক্ত ছিলেন অভিযুক্ত। ডিসেম্বরে তিনি ওই পড়ুয়াকে স্পোর্টস ইভেন্টে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। পড়ুয়া গেলে সেখানেই তাকে ধর্ষণ করা হয়। সঙ্গেই জানানো হয়েছে, সামাজিক ভয়ের কারণে ওই পড়ুয়া কাউকে কিছু বলেনি।
কিন্তু তার শরীর ক্রমাগত খারাপ হতে থাকে। কিছুদিনের জন্য তাকে ছত্তিশগড়ে পাঠানো হয়। কিন্তু সেখানে তার শরীর আরও খারাপ হতে থাকে। তারপরেই কাকিমাকে সমস্ত ঘটনা জানায় তরুণী।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত ৩০ হাজার টাকার পরিবর্তে গোটা ঘটনা প্রসঙ্গে মুখ বন্ধ করে রাখার হুমকি দেয়। কিন্তু মেয়ের স্বাস্থ্যের অবনতি হওয়ায় ১০ জুলাই পুলিশের কাছে অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা। পড়ুয়াকে বেনারস হিন্দু ইউনিভার্সিটির হাসপাতালে ভর্তি করানো হয়। ২০ দিন চিকিৎসার পর, ওই কিশোরীর মৃত্যু হয়েছে।