+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অজ্ঞাত পরিচয় অসহায় অসুস্থ বৃদ্ধর চিকিৎসা সহ দেখভালের দায়িত্ব নিল পুলিস

সানু ইসলাম - May 25, 2024 3:49 pm - রাজ্য

অজ্ঞাত পরিচয় অসহায় অসুস্থ বৃদ্ধর চিকিৎসা সহ দেখভালের দায়িত্ব নিল পুলিস

ফের মানবিক মুখ আইসির,গ্রামের জমিতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় অসহায় অসুস্থ বৃদ্ধর চিকিৎসা সহ দেখভালের দায়িত্ব নিল পুলিস

 

মালদা: ২৫ মে: মানবিক মুখ পুলিশের।গ্রামের মাঠে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় অসহায় এক অসুস্থ বৃদ্ধের চিকিৎসা সহ দেখভালের দায়িত্ব নিজের হাতে তুলে নিল পুলিশ।রাতেই খোঁজ পেয়ে আইসি মনোজিৎ সরকার নিজে চলে গেলেন। ওই বৃদ্ধ কে নিয়ে এলেন হাসপাতালে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডুমুরকলা গ্রামের ঘটনা।দুইদিন আগে ওই গ্রামেরই একটি জমিতে অজ্ঞাত পরিচয় এক অসুস্থ বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই বৃদ্ধ।

গ্রামেরই এক চাষী অনিল কুমার দাস বৃদ্ধকে তুলে স্নান করিয়ে নিজের বাড়িতে নিয়ে যান।খাবার দেন। কিন্তু বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হতেই থাকে।ওই চাষি দিন আনে দিন খাওয়া পরিবার। খুব বেশি দিন বৃদ্ধের দেখভাল করা বা তার চিকিৎসার দায়িত্ব নেওয়া চাষির পক্ষে সম্ভব ছিল না। স্থানীয় নেতা জন-প্রতিনিধিদের জানালেও তারা কোন ভ্রুক্ষেপ করেন নি। অবশেষে ওই চাষী খোজ দেন হরিশ্চন্দ্রপুর থানায়।শুক্রবার রাতে খোজ পেয়ে রাতেই গ্রামে চলে আসেন আইসি মনোজিৎ সরকার। বৃদ্ধ কে নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য।যতদিন ওই বৃদ্ধের পরিবারের কোনো খোঁজ না পাওয়া যায়।পুলিশ ততদিন তার দেখভালের দায়িত্ব তুলে নিল হাতে। স্থানীয়রা প্রত্যেকে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন,আজ ডুমুরকোলা গ্রামে এসেছিলাম। এখানে এক অজ্ঞাত পরিচয় এক অসহায় বৃদ্ধ কে গ্রামেরই একজন দেখভাল করছিল।তারপর ঐ বৃদ্ধ হঠাৎই অসুস্থ হয়ে পরে।খবর পেয়ে ওই গ্রামে গিয়ে আমরা বৃদ্ধকে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করি।গ্রামের মানুষ যেভাবে অচেনা ব্যক্তির সেবা করলেন।ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube