+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অতিমারির পরিসমাপ্তি এখনই ঘটছে না।

নিজস্ব সংবাদদাতা - February 10, 2022 9:37 am - আন্তর্জাতিক

অতিমারির পরিসমাপ্তি এখনই ঘটছে না।

ওমিক্রন-ঢেউ আছড়ে পড়ার পর ঝড়ের গতিতে বাড়ছিল করোনা সংক্রমণ। সেই ধাক্কা সামলে সদ্য স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। এর মাঝেই ফের উদ্বেগের খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ জানিয়েছেন, ভবিষ্যতে করোনার আরও নতুন রূপ আসতে চলেছে। যা ওমিক্রনের তুলনায় অনেক বেশি সংক্রামক ও শক্তিশালী। বৈঠকে তিনি জানান, করোনার নতুন রূপটি নিশ্চিতভাবেই কয়েকগুণ বেশি সংক্রামক হবে। কারণ আগের ভ্যারিয়েন্টগুলোকে ছাপিয়ে যেতে হবে।
মারিয়া ভ্যান আরও জানান, টিকা নিয়েও এর থেকে সুরক্ষা মিলবে না। টিকার অ্যান্টিবডির প্রাচীর ভেঙেই এর সংক্রমণ ছড়াবে শরীরে। তবে টিকা নেওয়া থাকলে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি কম থাকবে। ফলে অতিমারির পরিসমাপ্তি এখনই ঘটছে না। কোভিডের প্রভাব এখনও বহুদিন স্থায়ী হবে। পাশাপাশি তিনি আরও জানান, করোনার নতুন রূপের মারণ ক্ষমতা যে কম হবে, এর কোনও নিশ্চয়তা নেই। ইতিমধ্যেই ওমিক্রনের উপপ্রজাতি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে বিএ.২।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube