+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শহরের উপকথা ছবিটির অবনী রিভারসাইড মল এ উদ্বোধন করতে উপস্থিত ছিলেন জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী।

নিজস্ব সংবাদদাতা - September 19, 2021 6:23 pm - কোথায় কি হচ্ছে!

শহরের উপকথা ছবিটির অবনী রিভারসাইড মল এ উদ্বোধন করতে উপস্থিত ছিলেন জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী।

চিত্র সৌজন্যে: দেবাঞ্জন চৌধুরী

শনিবার ১৮ ই সেপ্টেম্বর  শহরের উপকথা ছবিটির অবনী রিভারসাইড মল এ উদ্বোধন করতে উপস্থিত ছিলেন জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী। তারা বলেন আপনারা এই ছবিটি দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। ছবিটির ডিরেক্টর বাপ্পা বলেন মানুষের বেঁচে থাকার যে কারণ কী তা এই ছবিটিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাসবদত্তা চ্যাটার্জী বলেন সবাই এই ছবিটি দেখবেন এবং এই ছবিটির সম্বন্ধে সমালোচনা করে আমাদের জানাবেন।

বাদল সরকারের  ‘বাকি ইতিহাস’ যেমন ধারণ করেছিল ঐতিহাসিকতার রক্তলেখা ও যুদ্ধ-দাঙ্গার দগ্ধ ইতিহাস, তেমনই ব্যক্তির ভিতর থেকে তা ছেঁচে আনতে চেয়েছিল না চিনতে চাওয়া হননেচ্ছা, না চিনতে চাওয়া অর্থহীনতা। বাপ্পার পরিচালনায় ‘শহরের উপকথা’  বাদল সরকারের এই কালজয়ী নাটকের চিত্ররূপ।সময়ের প্রেক্ষাপট ও চরিত্রদের নাম পালটে গেলেও এই নাটকের কাহিনিসার এই ছবিতে একই রয়ে গিয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube