বাদামতলা আষাঢ় সংঘ
পথের পাঁচালী
বাদামতলা আষাঢ় সংঘের ৮২ তম বর্ষে নিবেদন ‘পথের পাঁচালী’।সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে এই ভাবনা তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য।বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত উপন্যাসের উপর নির্মিত এই চলচ্চিত্রতে পরিচালক যেভাবে ফুটিয়ে তুলেছিলেন নিম্নবিত্ত পরিবার ও সমাজের দৃশ্য, তাই অবলম্বন করে সেজে উঠেছে মন্ডপ, শিল্পী শ্রীস্নেহাসিস মাইতির হাত ধরে।প্রতিমা গড়েছেন শিল্পী শ্রী পূর্ণেন্দু দে।
সারা মন্ডপ জুড়ে রয়েছে ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রের বিভিন্ন প্রতীকী চিহ্ন।প্রধান মন্ডপ গড়ে উঠেছে পুরোনো ভাঙা বনেদি বাড়ির আদলে।সেখানে অধিষ্ঠিত হয়েছেন ‘দুর্গা’রূপী মা দুর্গা।শিল্পীর ভাবনায়,প্রধান চরিত্র অপু মা দুর্গার রূপের মধ্যেই খুঁজে পাচ্ছে নিজের দিদি দুর্গাকে।
কাশফুল,কুঁয়ো,তুলসীমঞ্চ ও সুন্দর আবহসহ এক মনোরম পরিবেশে এসে দর্শক খুব সহজেই উপভোগ করতে পারবেন সত্যজিৎ রায়ের এই দৃষ্টান্তমূলক চলচ্চিত্রকে।অতীতকে ফিরে পেতে ও শ্রদ্ধা জানাতে, সমগ্র পুজোমন্ডপ ‘সাদা-কালো’ ছোঁয়ায় উপস্থাপনা করে, বাদামতলা আষাঢ় সংঘ বাঙালি তথা ভারতবাসীর গর্ব, অস্কারজয়ী পরিচালককে জানাতে চায় ‘মহারাজা,তোমারে সেলাম’।