+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ষষ্ঠ দফা ভোটে বাগদায় গুলি চালালো রাজ্য পুলিশ

নিজস্ব সংবাদদাতা - April 23, 2021 12:25 pm - রাজ্য

ষষ্ঠ দফা ভোটে বাগদায় গুলি চালালো রাজ্য পুলিশ

বাগদায় গুলি চালিয়েছে রাজ্য পুলিশ। স্বীকার করে নিল নির্বাচন কমিশন। একইসঙ্গে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার মতোই কমিশন জানিয়েছে, আত্মরক্ষার জন্য চালিয়েছে রাজ্য পুলিশ। ঘটনায় দু’জন ব্যক্তি আহত হয়েছেন। তবে একজনের বুলেটের আঘাত লেগেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

বিজেপির দাবি, বৃহস্পতিবার বাগদার রণঘাটে ৩৫ নম্বর বুথের ২০০ মিটার দূরে অস্থায়ী নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছিল। সেখানে ভোটাররা আসছিলেন। সেইসময় ভিড় হটাতে ময়দানে নামে পুলিশ। তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে লাঠি চালিয়ে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশের আরও বাহিনী আসে। ফের একপ্রস্থ লাঠিচার্জ করে পুলিশ। সেই সময় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ ওঠে।

সেই গুলি চালনা নিয়ে যথারীতি রাজনৈতিক তরজা শুরু হয়। তারইমধ্যে কমিশনের তরফে জানানো হয়েছে, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার একটি রাজনৈতিক দলের শতাধিক কর্মী সেক্টর অফিসে হামলা চালান। আক্রান্ত হন সেক্টর অফিসার। সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। সেই সময় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়৷ আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনায় দু’জন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের বুলেটের আঘাত কিনা, তা এখনও প্রমাণিত নয়। একইসঙ্গে ধারালো অস্ত্রের কোপে বাগদা থানার ওসি উৎপল সাহা-সহ তিনজন আহত হয়েছেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube