ক্যাবিনেট বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথমবার ক্যাবিনেট বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৮ আগস্ট দিল্লিতে বসবে এই বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর সহ সমস্ত মন্ত্রীরাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
ক্যাবিনেটে যোগদান করেছে বেশ কয়েকটি নতুন মুখও। তাঁদের মধ্যে বিশেষ উল্লেখ্য হল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে বর্তমানে কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী করা হয়েছে। এখানেই শেষ নয় বৈঠকে থাকবেন এইচ ডি কুমারস্বামী, জিতেন রাম মাঝি, লালন সিংয়ের মত জোটের মন্ত্রীরাও থাকবেন বলেই খবর মিলেছে।
প্রসঙ্গত, তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেও এনজডিএ জোটের সহায়তা নিতে হয়েছে বিজেপি শিবিরকে। তাই আগের দুবারের মত মন্ত্রীসভায় বিজেপি মন্ত্রীদের পাশাপাশি জোটের মন্ত্রীরাও থাকবেন। বৈঠকে আগামীদিনে মোদি মন্ত্রীসভা কীভাবে কাজ করবে, কোন পথে দেশের উন্নতি হবে, সমস্ত কিছু নিয়েও আলোচনা করা হবে। এদিকে এই বৈঠককে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। তাঁদের দাবি, জোটের উপর ভরসা রেখে মোদিজি প্রধানমন্ত্রী হয়েছেন। জোটের মান না রাখলেই পড়ে যাবে কেন্দ্রীয় সরকার। যে সরকার জোটের উপর নির্ভরশীল সেখানে কতদিন নিজেদের আসন ধরে রাখতে পারবে সেটাই দেখার।