+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বাজারে আগুন!

নিজস্ব সংবাদদাতা - July 7, 2021 11:25 am - কলকাতা

বাজারে আগুন!

বাজারে আগুন! দাম বাড়ছে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ-মাংসের। প্রসঙ্গত, পেট্রোল-ডিজেলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে ইয়াসের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে চাষেরও। আর এর জোড়া ফলায় মুহুর্মুহু দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। বাজারে গিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। আর এই পরিস্থিতিতেই বাজারদর যাতে আয়ত্তের বাইরে না বেরিয়ে যায় সেই জন্য উদ্যোগী হল রাজ্য। এ নিয়েই বাজারগুলিতে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজারদর সরেজমিনে খতিয়ে দেখতে মানিকতলা বাজারে সকাল-সকাল হাজির হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। বাজার পরিদর্শন করতে গিয়ে ডিসি বলেন, ‘একাধিক সবজি এবং মাংসের দাম একটু বেড়েছে। কলকাতা পুলিশের তরফে নজরদারি চলছে। সব জায়গায় সমান দাম বেঁধে দেওয়া হচ্ছে। দাম বাড়ার অবশ্য বেশ কিছু কারণও রয়েছে। বৃষ্টিতে সবজি এবং মুরগির প্রচুর ক্ষতি হয়েছে। দোকানে দোকানে দামে খুব একটা বেশি ফারাক নেই।’ শুধু মানিকতলা বাজারই নয়। শহরের আরও বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সবজির দাম ক্রমশ বাড়ছে,  এদিকে মুরগির দামও ২৫০ টাকা ছুঁইছুই। আর এই পরিস্থতিতেই বাজারগুলি পরিদর্শন করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube