বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত। বাধ্য হয়েই ওই রুটের গাড়িঘোড়াগুলিকে অন্য রাস্তা ধরতে হবে। যানজট নিয়ন্ত্রণ করতে তৎপর ট্রাফিক পুলিশ। খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরুট রোড, সেন্ট জর্জেস গেট রোড দিয়ে গাড়িগুলিকে পাস করানো হবে বলে খবর। আজ রবিবার ফলে নিত্যযাত্রীদের ভিড় তুলনামূলক কম হবে। তবু যাত্রীদের হয়রানি এড়াতে এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিকে থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িঘোড়া টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
এদিকে সাত দিন বন্ধ থাকবে সন্তোষপুর রোড। দক্ষিণ কলকাতার এই রাস্তায় রক্ষণাবেক্ষণ চলবে এক সপ্তাহ ধরে। এ কথা জানিয়েছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা। জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা। এই কয়দিন নিত্যযাত্রীদের চলাচলের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। আগামী সাতদিন যে সমস্ত বাস অজয়নগর মোড় থেকে সুলেখা মোড় পর্যন্ত যাবে সেগুলিকে ইএম বাইপাস, সন্তোষপুর এভিনিউ, পাটুলি ক্রসিং হয়ে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ধরে সুলেখা মোড়ে ঘুরিয়ে দেওয়া হবে। যে সমস্ত বাস ও পণ্যবাহী গাড়ি সুলেখা মোড় থেকে অজয়নগর যাবে সেগুলিকে ওই রুট দিয়েই ঘুরিয়ে দেওয়া হবে।