‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান শুরু হোল
১০ ডিসেম্বর হাওড়া চ্যাটার্জীপাড়া ব্যাঁটরা সম্মিলনী ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত “বাংলা মোদের গর্ব” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, জেলা পরিষদ এর সভাধিপতি কাবেরী দাস, কর্মাধ্যক্ষ সৃষ্টিধর ঘোষ, জেলাশাসক মুক্তা আর্য, এডিএম সৌমেন পাল, মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য, প্রাক্তন মেয়র পারিষদ দিব্যেন্দু মুখার্জী প্রমুখ। সংগীত-নৃত্য সম্মিলিত এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। মেলা, প্রদর্শনী ও এক্সপো থাকছে এই তিনদিনের অনুষ্ঠানে।