বাংলা টেলিফিল্ম একটি চিঠির গল্প – খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে জনপ্রিয় টিভি চ্যানেলে ।
আমরা হয়তো চিঠি লিখা বা চিঠি পড়া ভুলে গিয়েছে যারা ভুলে গিয়েছেন তাদের জন্যই আবারো ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত শিখা দাস নিবেদিত আদিত্য দাস পরিচালিত বাংলা টেলিফিল্ম একটি চিঠির গল্প
আজকের জেনারেশন চিঠি কি জিনিষ বা বস্তু ঠিক ভাবে জানে না।
এই রকম নিউ জেনারেশন আবিষ্কার করে তাদের বাবা মা কোনো সময় প্রেম করে কিন্তু কোনো কারণে তাদের মিল হয় না।সেই বাবা মা আবার আবার তাদের পুরনো রিলেশন খুজে পায় ছেলে মেয়েদের সেই চিঠির মাধ্যমে ।কিন্তু কি ভাবে ?
কাহিনী. চিত্রনাট্য . সংলাপ- আদিত্য দাস ,
সৃজনশীল পরিচালনায়- সুদীপ নাগ চিত্রগ্রহণ -অমিত মুখার্জি, সম্পাদনা -সোমনাথ দাস, সংগীতশিল্পী -সহেলি মুখার্জী
মুখ্য চরিত্রে অভিনয় করছেন, অভিনেত্রী প্রিয়াঙ্কা দে , মানিক সিংহ, নবগত ও নবাগতাপায়েল রায় ও নৈঋত । সঞ্জীব ব্যানার্জি, শুভজিৎ বোস, বিকাশ দাস, মৌসুমী নন্দী, অনিমেষ রায় , সন্তু পাইক
শিশুশিল্পী সুদীপ্তা বিজলী ,
খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে জনপ্রিয় টিভি চ্যানেলে ।