+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

“বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক”স্পষ্ট করে দিয়েছেন বিক্রম মিশ্রি।

নিজস্ব সংবাদদাতা - December 10, 2024 11:26 am - বাংলাদেশ

“বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক”স্পষ্ট করে দিয়েছেন বিক্রম মিশ্রি।

বিদেশ সচিবের ঢাকা সফরে একাধিক বিষয়ে জবাবদিহি করতে হয়েছে বাংলাদেশকে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইস্যুতেও ঢাকা চাপে পড়তে পারে বলে সূত্রের খবর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, ভারতে শেখ হাসিনার উপস্থিতির কথা বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস।

বাংলাদেশে গিয়ে বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্তমান একাধিক ইস্যু নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্পষ্ট ভাবেই ঢাকায় বলে এসেছেন বিদেশ সচিব।

তবে বিক্রম মিশ্রি ফিরে আসার পর , বাংলাদেশের তরফে ভারতের বিদেশ সচিবের সফরের বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে সরকারের উপদেষ্টা জানান , ভারতের তরফে একাধিক বিষয় নিয়ে বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছে। প্রতিটি বিষয় তারা জবাব দিয়েছেন। উপদেষ্টার বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছে যে বৈঠকে ভারতের তরফে চাপ কতটা ছিল।

এদিকে, মহম্মদ ইউনূস ভারতের শেখ হাসিনার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে।

সোমবার বাংলাদেশের বিদেশ সচিব জসীম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন বিক্রম মিশ্রি। প্রথমে দুই দেশের বিদেশ সচিব একান্তে বৈঠক করেন। তারপর দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক হয়। সেখানে ধর্মীয় স্থানে হামলা দুঃখজনক বলে উল্লেখ করেছে ভারত। সেই সঙ্গে ভারত এই বার্তাও দিয়েছে যে ইউনূস প্রশাসনের সঙ্গে ভারত সুসম্পর্ক চাইছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube