বাংলায় শুরু হচ্ছে রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা”।
রবিবার থেকে ফের বাংলায় শুরু হচ্ছে রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা”। আজ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবেন রাহুল। সেখান থেকে বাসে করে শিলিগুড়িতে যাবেন। শিলিগুড়িতে পদযাত্রার পর এয়ারভিউ মোড়ে জনসভা রয়েছে তাঁর। এরপর সোমবার উত্তর দিনাজপুরে যাবেন তিনি। সেখান থেকে বিহারে যাবেন রাহুল। বিহার থেকে ফের ৩১ জানুয়ারি, বুধবার বাংলায় প্রবেশ করবে ন্যায় যাত্রা। মালদহ হয়ে মুর্শিদাবাদে জনসভা করবেন রাহুল।
গত বৃহস্পতিবার কোচবিহারে সফর কাটছাঁট করে দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়েছিলেন রাহুল। শুক্রবার, শনিবার বিরতির পর রবিবার ফের বাংলায় এলেন তিনি।
আজ ধূপগুড়ি দিয়েই যাবে রাহুলের ন্যায় যাত্রা। তার কয়েক ঘণ্টা আগে ধূপগুড়িতে স্টেশন মোড় সংলগ্ন এলাকায় লাগানো কংগ্রেসের পোস্টার, ব্যানার ছেঁড়ার অভিযোগ তোলা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।