বাংলায় সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯২ জন
বাংলায় ভোটের আবহে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। বিশেষ করে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা অত্যাধিক বেড়ে গিয়েছে। রাজ্য সরকারের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১৬,০০০ জন। সংক্রমণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তবে কলকাতায় নতুন করে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯,৭৭৫ জন। তার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৩,৯৮৪।
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। তার ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯ জন। জেলাগুলির পরিস্থিতি বিচার করলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার অবস্থা বেশ খারাপ।
কলকাতার পর উত্তর ২৪ পরগনার অবস্থাও খুবই উদ্বেগজনক। উত্তর ২৪ পরগনায় করোনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। এছাড়াও হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। পার্শ্ববর্তী হুগলিতে একদিনে আক্রান্তের সংখ্যাও কম নয় – ৮১৮ জন।এছাড়াও দক্ষিণ ২৪ পরগনাতেও আক্রান্তের সংখ্যা ৯৮২ জন।