+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বাঁকুড়ায় বিডিও অফিসে মিলল ছাপ মারা পোস্টাল ব্যালট

নিজস্ব সংবাদদাতা - April 10, 2021 10:52 am - রাজ্য

বাঁকুড়ায় বিডিও অফিসে মিলল ছাপ মারা পোস্টাল ব্যালট

পোস্টাল ব্যালট উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সিমলিপালে। অভিযোগ, ভোটগ্রহণ শেষ হয়ে গেল তালডাংরা কেন্দ্রের অন্তর্গত সিমলিপাল বিডিও অফিসে পোস্টাল ব্যালটের ২টি ড্রপবক্স পড়ে ছিল। তৃণমূল প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সেই ড্রপবক্সদুটির মধ্যে মিলেছে ৩৭টি পোস্টাল ব্যালট।এরপরই ফের ওই ৩৭ জনের ভোটগ্রহণের দাবিতে সরব হয়েছে তৃণমূল।

গত ১ এপ্রিল তালডাংরায় হয়েছে ভোটগ্রহণ। নিয়ম মতো ওই দিনই স্ট্রং রুমে চলে যাওয়ার কথা সমস্ত ব্যালটের। কিন্তু তার পর ১ সপ্তাহেরও বেশি সময় ধরে বিডিও অফিসে কী করে পড়ে রইল ব্যালট? তালডাংরার তৃণমূল প্রার্থী স্বপন চক্রবতীর দাবি, বিডিও অফিসে পোস্টাল ব্যালট জমা নেওয়ার নিয়ম নেই। বেআইনি ভাবে এখানে পোস্টাল ব্যালট জমা নেওয়া হয়েছে। আমরা এই খবর রিটার্নিং অফিসারকে জানিয়েছি। ওই ৩৭টি ব্যালটে ফের ভোটগ্রহণ করতে হবে।

কর্তব্য ঠিক করতে না পেরে তিন প্রধান দলের এজেন্টদের সামনে ৩৭টি পোস্টাল ব্যালট ফের সিল করেন প্রশাসনের আধিকারিকরা। তবে সরকারি কোনও আধিকারিকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube