আড়াই মাস পর বেলেঘাটা আইডি হাসপাতালে করোনার রোগী
বাড়ছে করোনা। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তিন করোনা রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই মাস পর ফের এই হাসপাতালে করোনার রোগী পেলেন চিকিৎসকরা।
হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিশ্বনাথ শর্মা সরকার বলেন, “তিনজনের মধ্যে একজন পুরুষ এবং বাকি দু”জন মহিলা। প্রত্যেকেই পঞ্চাশোর্ধ। আপাতত সকলেই স্থিতিশীল আছেন।”
বিভাগীয় প্রধান জানিয়েছেন, গত পাঁচদিন ধরে এঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে একজন “রেনাল ফেইলিওর”-এর জন্য অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ার পর এই হাসপাতালে ভর্তি হন। বাকি দু”জনের একজন ম্যালেরিয়া নিয়ে এবং আরেকজন ডায়রিয়া নিয়ে বেলেঘাটা আইডিতেই চিকিৎসাধীন ছিলেন। পরে শ্বাসকষ্ট হলে পরীক্ষায় দেখা যায় তাঁরা করোনায় আক্রান্ত।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আরও একজন নতুন করোনা রোগীকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ফলে সবমিলিয়ে রোগীর সংখ্যা হতে চলেছে চার।