চারবার ৮০ পয়সা করে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম
বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। গত পাঁচদিনে এই নিয়ে চারবার ৮০ পয়সা করে বাড়ল। রাজধানী দিল্লিতে এবার পেট্রোলের দাম হয়ে দাঁড়াল ৯৮.৬১ টাকা প্রতি লিটার যা ছিল ৯৭.৮১ টাকা। ডিজেলের দাম ৮৯.০৭ টাকা প্রতি লিটার থেকে হল ৮৯.৮৭ টাকা। পাঁচ রাজ্যে নির্বাচনের আবহে গত সাড়ে চার মাস একই জায়গায় ছিল জ্বালানি তেলের দাম। সেসব মিটতেই ২২ মার্চ দাম বাড়া শুরু করে। পাঁচদিনে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল মোট ৩.২০ টাকা। ২০১৭ সালের পর দৈনিক বৃদ্ধিতে এটাই সর্বাধিক। ৪ নভেম্বর থেকে এক জায়গায় আটকে ছিল জ্বালানি তেলের দাম। অথচ সেই সময় বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছিল। নভেম্বরের গোড়াতেই ব্যারেল প্রতি দাম ৮২ ডলার থেকে ১১৭ ডলারে পৌঁছে যায়। কিন্তু তা সত্ত্বেও দেশে ১৩৭ দিন ধরে দাম বাড়েনি পেট্রোল ডিজেলের। ১০ মার্চ পাঁচ রাজ্যের নির্বাচনী ফলপ্রকাশ হয়েছে। একমাত্র পাঞ্জাব বাদে বাকি সব জায়গায় জয়ী বিজেপি। ভোটপুজো মিটলে তেলের দাম বাড়বে এমন আশঙ্কা রাজনৈতিক মহলের ছিলই। তা-ই সত্যি হল। জ্বালানি তেলের সঙ্গে বেড়েছে রান্নার গ্যাসের দামও।
গতকাল লোকসভায় এই ইস্যুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে থাকেন কংগ্রেস সিপিএম সহ সাত বিরোধী দলের সাংসদরা। কিন্তু কোনও উত্তর না দিয়ে এড়িয়ে যান নির্মলা সীতারামন। তাতে বিক্ষোভ আরও বাড়ে এবং বিরোধীরা প্রতিবাদে ওয়াক আউট করেন।