+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

নিজস্ব সংবাদদাতা - July 8, 2021 9:24 am - রাজ্য

সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। একইসময় মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৮৬ জন। যা দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি। তাৎপর্যপূণভাবে এদিন সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে শীর্ষে দার্জিলিং।মার্চ মাস থেকে ফের উঠতে শুরু করেছিল করোনার গ্রাফ। নির্বাচনের শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করা হয়। কাজে আসে রাজ্যের সেই পদক্ষেপ। ধীরে ধীরে নামতে থাকে সংক্রমণের গ্রাফ। সোমবার তো ৮০০-র নিচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু ফের গত দু’দিন ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। বুধবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮ হাজার ২২৩ জন। তবে পজিটিভিটি রেট রয়েছে ২.০৮ শতাংশই। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে দার্জিলিংয়ে (৯৫)। দৈনিক সংক্রমিতের নিরিখে উত্তর ২৪ পরগনাকে (৯৪) টেক্কা দিয়েছে উত্তরের জেলা। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৮৫। সবচেয়ে কম সংক্রমিতের হদিশ মিলেছে পুরুলিয়ায় (৪)। এদিকে কোভিডযুদ্ধে জয়ীর সংখ্যা আশা জাগাচ্ছে। ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৭১ শতাংশ। মঙ্গলবারের তুলনায় এদিন সামান্য কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫০ জন। দৈনিক মৃত্যুর নিরিখে রাজ্যে শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা (৪)। কলকাতায় ২ জনের মৃত্যু হয়েছে। বাকিরা কালিম্পং, দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube