বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বসন্ত উৎসবে মাতলো লাবন্য যোগা ট্রেনিং সেন্টারের কচি কাঁচারা
অভূতপূর্ব এক শোভাযাত্রার মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করলো হুগলির ” লাবন্য যোগা ট্রেনিং সেন্টার ” | এক পা এক পা করে ৩০ বছরে পা দিলো ” লাবন্য যোগা ট্রেনিং সেন্টার ” |
ব্যস্ততার এই দৌড়ে প্রধান ট্রেনার স্বপ্না পাল এর কোচিং এবং মাষ্টার সৌমেন দাস এর মেন্টরশিপ এ বর্তমান সময়ে গৌরবের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ” লাবন্য যোগা ট্রেনিং সেন্টার ” | প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে পরেছে জেলা থেকে রাজ্য এবং দেশের যোগা মান চিত্রে ৷
এই সেন্টারের বর্তমান যোগা শিক্ষার্থী সাথী মন্ডল , সর্বশ্রী মন্ডল রাজ্য ছাড়িয়ে জাতীয় যোগায় নিজেদের নাম গৌরবের সঙ্গে তুলে ধরেছেন |
একাধিক বার স্কুল যোগা থেকে রাজ্য যোগা এবং জাতীয় যোগা প্রতিযোগিতা সহ খেলো ইন্ডিয়ায় নিজেদের নাম এবং প্রতিষ্ঠানের নাম গৌরবের সঙ্গে তুলে ধরেছেন | এছাড়াও অভ্রজীৎ সাহা , আয়ুস ভৌমিক এর নাম সকলের কাছেই ছড়িয়ে গিয়েছে ৷ জাতীয় যোগাসোনা প্রতিযোগিতায় লাবন্য যোগা ট্রেনিং সেন্টারের যে কোন বিভাগের যে কোন প্রতিযোগী অন্য প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের মাঝে নিজেদের সাহসের সাথে প্রতিযোগিতায় লড়াই করার ক্ষমতা রাখেন এবং সফলতা নিয়ে আসেন ৷
বসন্ত উৎসব এ সুন্দর শোভাযাত্রায় অংশ নেয় প্রতিষ্ঠানের ২৫০ জনের মতো ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক এবং এলাকার বিশিষ্ঠজনেরা ৷ শোভাযাত্রায় বাচ্ছাদের নৃত্য শেখানোর দ্বায়িত্ত নেন দীপক সিকদার ৷
২০২৫ এর বসন্ত উৎসব এর অনুষ্ঠানে লাবন্য যোগা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সম্বোর্ধনা জানানো হয় বাঁশবেড়িয়া পৌর সভার কাউন্সিলর শিল্পী চ্যাটার্জী কে | এই বসন্ত উৎসব এ ছোট দের মাঝে আসতে পেরে নিজের আনন্দ উচ্ছাস প্রকাশ করেন কাউন্সিলর শিল্পী চ্যাটার্জী | লাবন্য যোগা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক সহ সমাজের বিশিষ্ঠ জন দের ধন্যবাদ জানান চিপ ট্রেনার স্বপ্না পাল | শোভা যাত্রায় অংশ নেওয়া প্রত্যেকেই নিজেদের মতো করে আনন্দ অনুষ্ঠানে নাচ গান এবং আবিরের রং এ মেতে ওঠেন | প্রতিক্ষা আবার আগামী বছরের | লাবন্য যোগা ট্রেনিং সেন্টারের মেন্টর সৌমেন দাস ভিয়েত নামের হোচিমীন সিটি থেকে অন লাইনের মাধ্যমে তিল তিল করে গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছেন তাদের ছাত্র ছাত্রীদের | চিপ কোচ স্বপ্না পাল এবং তাদের সহ যোগী এবং মাষ্টার সৌমেন দাস এর যোগা নিয়ে স্বপ্ন বাস্তবে রুপ পাচ্ছে তাদের ছাত্র ছাত্রীদের মাধ্যমে ৷