ব্যবসা বনধের তেমন প্রভাব নেই বাংলায়, কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বন্ধ দোকানপাট
ব্যবসা বনধের তেমন প্রভাব নেই বাংলায়, কয়েক জায়গায়বিক্ষিপ্তভাবে বন্ধ দোকানপাট
জিএসটি, ই-কমার্স সংক্রান্ত একাধিক দাবিতে ভারতে চলছে ব্যবসা বনধ। দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ডাকা সেই বনধে দেশে তেমন প্রভাব পড়েনি। কয়েকটি জায়গায় দোকান বন্ধ থাকতে দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গের ছবিটাও এক। বনধ একেবারেই মালুম হচ্ছে না। বরং স্বাভাবিক কাজকর্ম চলছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে দোকানপাট বন্ধ আছে।
দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ডাকে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা বনধ চলছে। লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি, ই-কমার্স সংক্রান্ত বিষয়ের প্রতিবাদে সেই বনধের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ট্রান্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এআইটিডব্লিউএ) চাক্কাজ্যামের ডাক দিয়েছে। তবে সার্বিকভাবে বনধের তেমন প্রভাব পড়েনি। (ছবি সৌজন্য এএনআই)
দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ডাকে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা বনধ চলছে। লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি, ই-কমার্স সংক্রান্ত বিষয়ের প্রতিবাদে সেই বনধের ডাক দেওয়া হয়েছে। চাক্কাজ্যামেরও ডাক দিয়েছে। তবে সার্বিকভাবে বনধের তেমন প্রভাব পড়েনি। পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গায় দোকানপাট খোলা হয়েছে।
কয়েকটি জায়গায় মিশ্র প্রভাব দেখা গিয়েছে। বীরভূমে বনধের কিছুটা প্রভাব পড়েছে। কয়েকটি জায়গায় দোকানের ঝাঁপ বন্ধ আছে। রাস্তায় গাড়ি চলাচল তেমন নেই।