+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

তৃণমূল প্রার্থীদের মধ্যে রয়েছে একাধিক ‘গদ্দার’, বেফাঁস মমতা

নিজস্ব সংবাদদাতা - April 2, 2021 11:26 pm - রাজ্য

তৃণমূল প্রার্থীদের মধ্যে রয়েছে একাধিক ‘গদ্দার’, বেফাঁস মমতা

তাঁর দলের প্রার্থী তালিকায় রয়েছেন ‘গদ্দার’রা। ভোটের পর বিজেপিতে চলে যেতে পারেন তাঁরা। শুক্রবার কোচবিহারে এক জনসভায় এমনই বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে প্রশ্ন উঠছে, তবে কি নিজের হাতে বাছাই করা প্রার্থীদের ওপরেও ভরসা নেই তৃণমূল নেত্রীর।

শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভোট প্রচার শুরু করেছেন মমতা। দুই দফা ভোট গ্রহণের পর এদিন তৃণমূলকে ২০০-র বেশি আসনে জেতানোর আহ্বান জানান মমতা। আর সেই আহ্বান জানাতে গিয়েই এই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি।

মমতা বলেন, ‘২০০-র বেশি আসন চাই। নইলে গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে বিজেপি। আগেও গদ্দারদের ওরা টাকা দিয়ে কিনেছে। তৃণমূল ২০০র বেশি আসন না পেলে আবার টাকা দিয়ে গদ্দারদের কিনে নেবে ওরা।’

সাম্প্রতিককালে দেশের বিভিন্ন রাজ্য সরকার গঠনের জন্য অর্থ ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের অভিযোগ এসেছে বিজেপির বিরুদ্ধে। সাম্প্রতিকতম অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পতনের পর তৈরি হয়েছে বিজেপির সরকার।

কিন্তু পশ্চিমবঙ্গে ঘোড়া কেনাবেচার কোনও অভিযোগ স্মরণাতীত কালে নেই। বলা ভাল, তেমন কোনও পরিস্থিতিও তৈরি হয়নি কখনো। বরং ক্ষমতায় আসার পর থেকে বিরোধী দলের একাধিক বিধায়ককে পুলিশের ভয় অথবা টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে তৃণমূল যোগদান করিয়েছে বলে অভিযোগ বাম কংগ্রেসের। এবার ভোটের মধ্যে রীতিমতো ঘোড়া কেনাবেচার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। নিজের দলের প্রার্থীদের প্রতি অনাস্থা প্রকাশ করেই।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube